তুমি আসবে বলে || Tumi Ashbe Bole Bengali Movie Review, Story in 2021

 • Movie Name: Tumi Ashbe Bole (তুমি আসবে বলে)
 • Trailer: Wach Movie Trailer
 • Category: Drama, Romantic
 • Language: Bengali
 • Country: India 
 • Release Date: 22 January 2021
 • Duration: 1 Hour 47 Minutes
 • Producers: Surinder Films
 • IMDb Rating: 5.7/10

বনি ও কৌশানি দুটি মন মাতানো জুটি, মজা, খুনসুটি,প্রেম,রোমান্স ভালোবাসার গল্পঃ নিয়ে ফিরে আসছে আবারও। সুজিত মন্ডল এর পরিচালিত তুমি আসবে বলে ছবিটিতে। 

তুমি আসবে বলে কথাটি গভীরতা অনেকটাই। বাস্তবে দাঁড়িয়ে বেশ বোঝা যায় এটা কতটা কঠিন।অনেকেরই জীবনে ঘটে যায় অনেক ঘটনা, আমরা শুধু বুক ভরা আশা নিয়ে অপেক্ষা করি সেই মানুষটার।

তার কারণ সে আসবে বলেছিল কিন্তু একটা সময় পেরিয়ে যাওয়ার পরও যখন সে এলোনা, তখন আমাদের এই মনে জমে থাকা বিশ্বাস ঘরে ছেদ পরে।

সম্পর্কে কি এতটাই ঠুনকো। তার বলা কথাগুলো কি সত্যিই মিথ্যা ছিল ।হাজার প্রশ্ন করা নারে মনের কোনায়। আর পরিবার আত্মীয়দের নানান কথা আর ও অতীত অতিষ্ঠ করে তোলেন। 

আর সেখানেই থেকেই জন্ম হয় প্রতি হিংসা। শুরুহয় প্রতিশোধের কাহিনী ।মানুষের জীবনে ঘটে যায় এমন অনকে ঘটনা। বাস্তবতা কে ঘিরে  সুজিত মন্ডলের পরিচালিত ছবি তুমি আসবে বলে

Story of New Bengali Movie Tumi Ashbe Bole

বারানসি কাশি ঘাটের ছেলে নন্দ বড় পরিবারের ছেলে কিন্তু ভাগ্য দোষে তারা এখন একটি ছোট বাড়িতে উঠেছেন। কলেজে পড়তে এসেছে কলকাতায় ।

অন্যদিকে আঁখি কলকাতার এক ব্যবসায়ীর মেয়ে ।স্মার্ট সুন্দরী কলেজ এই মেয়ে নাকি অনেক ছেলেরই ক্রাশ নন্দ মেয়েদের থেকে দূরে থাকে কেমন করে যে এই আঁখির সাথে জড়িয়ে গেল সেটাই টুইস্ট ছবিটির। 

পারিবারিক প্রতিচ্ছবি বর্তমান ছবিটিতে জুড়ে রয়েছে রোমান্টিক-প্রেমের-গল্প। নন্দ, আঁখিকে জানায় তার পরিবারের কেউ নেই সে অনাথ এই কথা বিশ্বাস করে আঁখি তাদের বিয়ের কথা পরিবারকে জানাই কিন্তু নন্দ অনড় থাকায় আঁখির বাবা রাজি ছিল না। 

এরপর আঁখি তার বাবাকে বোঝানয় তিনি একসময় রাজি হন সবকিছুই ঠিকঠাক ছিল ভালোবাসা খুনসুটিতে মেতে বিয়ের বিয়ের আনন্দে মেতে ছিল আঁখির পরিবার। কিন্তু হঠাৎ করে বিয়ের দিন নন্দ উধাও আঁখি কনের সাজে বেরিয়ে যাচ্ছে নাম পরিবর্তন হয় এবং আঁখি লগ্নভ্রষ্টা হয় নানান কথা শুনতে হয়। 

Tumi Ashbe Bole Movie Story in Bengali Front

কিন্তু সেই বিয়ের মন্ডপে আঁখি কে বিয়ে করার জন্য অন্য একটি ছেলে আছে তার বাবা এবং আঁখির বাবা ব্যবসায়ী। সে তার ছেলের সাথে বিয়ে দিতে চায় তার পরিবর্তে আঁখির বাবাকে ব্যবসায় সমস্ত কিছু ফিরিয়ে দেবে বলে। 

কিন্তু আঁখি বিয়েতে রাজি হয় না। আঁখি বাবা তার কোন কথা শোনে না তার বাবা যখন আগের কথা মেনে নিয়েছিল তার বিবাহ ওই ছেলেটির সাথে দিতে চেয়েছিল তার কথা ভেবে এখন আছে তার বাবার কথা শুনতে হবে তার পরিবারের কথা ভাবতে হবে। 

এরপর সাত দিন সময় দেয়া হয় বিয়ের জন্য। আঁখি তার মাকে বুঝিয়ে নন্দের খোঁজে বেরিয়ে পড়ে এবং বারাণসীতে নন্দের আরো একটি পরিচয় জানতে পারেন। তার পরিবার বাড়ি সবকিছুই আঁখির কাছে এখন পরিষ্কার। 

নন্দ আঁখি কে তার মানে মিথ্যে কথা বলেছিল সে অনাথ।আঁখি তার সব প্রশ্নগুলি নন্দকে করে ।এরপর উঠে আসে আর এক কাহিনী নতুন চমক।  নন্দের প্রতিশোধের জ্বালায় এই কাজ করেছেন। 

কিন্তু নন্দ আঁখি কে ভালোবেসে ফেলে। কিন্তু সেটা আঁখিকে বলায় আঁখি জানায় তার আর কিছু করার নেই ।এই সপ্তাহে তার বিবাহ তার বাবার বন্ধুর ছেলের সাথে ।

Read More:......

এরপর আঁখি বিয়ের দিন নন্দ ও তার পরিবার আঁখির বাড়িতে এসে উপস্থিত হয়। মুখোমুখি দুই পরিবার ,অতীতে ঘটে যাওয়া ঘটনা আর সমস্ত শক্তির মলাট ছেড়ে বেরিয়ে আসে। 

আর দোষী ও নির্দোষ এর প্রমাণ হয়ে যায়। এরপর কি নন্দ ও আঁখির ভালোবাসার মিল হবে দেখতে হলে দেখুন “তুমি আসবে বলে”।

Director Sujit Mondal's New Bengali Movie Tumi Ashbe Bole

সুজিত মন্ডলের প্রযোজিত ছবি Tumi Ashbe Bole আসলে এটি দারুন প্রেমের গল্প ।তবে শুধু প্রেম নয় প্রতিশোধ রয়েছে। একবার চাও দুধ মিশিয়ে দিলে যা হয় আরকি ,পরিচালক সেই মিশ্রণে তৈরি করেছেন তুমি আসবে বলে।একবারে অন্যরকম প্রেমের গল্প । এই ছবিটি সকলের দেখা উচিত বাস্তব কেন্দিক পারিবারিক ছবি।

New Bengali movie Tumi Ashbe Bole Actor and Actress 2021

বনির অভিনয় এমনিতে ভালোই। আর কমিডি তে অসাধারণ। এই ছবিতে তার অভিনয় প্রথমে অনেকটা রোমান্টিক হলো পরবর্তীকালে অনেক দুঃখ আবেগের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে। 

পরিবারের সাথে মিলে মিশে গেছে আবেগ, ভালবাসা, আর রাগ থেকে জন্মেছে প্রতিশোধের নেশা।সুন্দর অভিনয়ের মাধ্যমে ফুটিয়েছেন তার চরিত রূপটি।

কৌশানি সুন্দরী মিষ্টি একটি মেয়ে। তার অভিনয় যথেষ্টই ভালো।অভিনয়  মধ্যেও তার একটা মিষ্টি ভাব থাকে। প্রথমে মর্ডান সুন্দরী কলেজের মেয়ে । 

ছেলেদের  ক্রাশ ,আবার নন্দ ওর সাথে প্রেম ।পরবর্তীকালে নন্দ থেকে প্রতারিত হয়ে দুঃখ অভিমান ও পারিবারিক চাপে জর্জরিত হয়ে বিয়ের সিদ্ধান্ত। 

খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তার চরিত্র। সকলেরই অভিনয় খুবই ভালো হয়েছে কৌশিক খুবই সুন্দর হয়েছে এবং বাকিরাও সুন্দরভাবে কাজ করেছে ছবিটিতে।

Tumi Ashbe Bole New Bengali Movie's all Songs

ছবির সুরকার Jeet Gannguli। অসাধারণ একটি গান যাই বলি কম হয়ে যায় হৃদয় জুড়িয়ে যায় কবে "দেখা পাবো তোর "এই গানটি ।

"সব রাগ তুই " এটি একটি অসাধারন গান ভালোবেসে একে অন্যের চোখে বদলে যাওয়া এবং নতুনভাবে দুজন কাছাকাছি পাশাপাশি পথচলার অনুভূতি ফুটে উঠেছে গানটিতে।গানটিতে গলা দিয়েছেন রুপম ইসলাম।

Song Title Singer Name Lyrics Writer
"Ki Kore Bhule Thakbo Toke" Jubin Nautiyal Priyo Chattopadhyay
"Kobe Dakha Pabo Tor" Shovan Ganguly Priyo Chattopadhyay
"Sab Range Tui" Rupam Islam Priyo Chattopadhyay

ছবির লোকেশন ছিল খুবই সুন্দর পরিবারকে ঘিরে তাদের সাথে জড়িয়ে থাকা আবেগ ভালোবাসা ও প্রতিশোধের নিদারুণ প্রেমের চিত্র অঙ্কন করে বলেছেন পরিচালক সুজিত মণ্ডল ।

পরিবারের জন্য কিছু ভালোবাসা হয়তো পরিস্থিতির চাপে হারিয়ে যায়, বিবাহ হয়ে যায়। কিন্তু মনে গেঁথে থাকে সেই মানুষটি। কিন্তু যখন পরিবারের সম্মতি নিয়ে সমস্ত কিছু বিপত্তিকে জয় করে মনের মানুষকে নিয়ে ঘর বাঁধার একদমই আলাদা আনন্দ । 

তুমি আসবে বলে পরিবারের সকলকে নিয়েই বাস্তবভিত্তিক ছবি সকলের দেখা দরকার ।আজকে বাস্তবতায় দাড়িয়ে এই ছবিটি অনেক কিছুর স্বাদ এনে দিয়ে

New Bengali Movie Tumi Ashbe Bole Cast

 • Actor:- Bonny Sengupta (as Nanda Dulal Goswami), Koushani Mukherjee (as Aankhi Roychowdhury), Kaushik Banerjee, Palash Ganguly
 • Director :- Sujit Mondal
 • Producer:- Nispal Singh
 • Writer:- Anshuman Pratyush
 • Musician:- Jeet Gannguli
Disclaimer
The reviews of all the Bangla movies that we share on this website are for the sole purpose of helping people. We do not provide Bangla movie files through our website. If you still have any problems, please contact us. We will delete this content immediately./এই ওয়েবসাইটে আমরা যে সকল বাংলা মুভি এর রিভিউ শেয়ার করি তা শুধুমাত্র এবং শুধুমাত্র মানুষকে সাহায্য করার উদ্দেশ্যে করা হয়। আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে বাংলা মুভি এর ফাইল দেয়া হয় না। যদি এখনও আপনার কোন সমস্যা থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা অবিলম্বে এই বিষয়বস্তু মুছে ফেলব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ