Durgeshgorer Guptodhon Review & Story in Bengali 2019

Durgeshgorer Guptodhon Review
 • Movie Name: Durgeshgorer Guptodhon(দুর্গেশ গরের গুপ্তধন)
 • Trailer: Watch Movie Trailer
 • Category: Drama, Mystery, Thriller
 • Language: Bengali
 • Country: India 
 • Release Date: 24 May 2019 
 • Duration: 2 Hours 13 Minutes
 • Producers: Shree Venkatesh Films
 • IMDb Rating: 7/10

আবারো রহস্য ভরপুর ছবির ইতিহাস ভেদে রচিত Durgeshgorer Guptodhon (দুর্গেশ গরের গুপ্তধন) । এই সমস্ত সিনেমাগুলি  আর পাঁচটা  সিনেমা থেকে একটু বেশি সাসপেন্স তৈরি করে সবার কাছে।

গুপ্তধনের সঙ্গে সঙ্গে ধাঁধা  উদ্ধার কাজটি খুব গুরুত পূর্ণ।সিনেমা জুড়ে রয়েছে অনেক পুরনো ইতিহাসের গল্প। যেগুলি আমরা বই এ পড়েছি কিন্তু তখন এত উৎসাহ নিয়ে পড়ি নি যতটা উৎসাহ নিয়ে রহস্যময় সিনেমাগুলি দেখি।

আর এত সুন্দর করে গল্প গুলি উপস্থাপন করেছে পরিচালক মহাশয় যেখানে রহস্য মুহুর্ত গুলিকে সকলের চোখে ভাসমান।সিরাজউদ্দৌলা থেকে রাজা কৃষ্ণচন্দ্র 1757 সালের ইতিহাস ঘেঁটে ছেন পরিচালক ধ্রুব বন্দোপাধ্যায় ।

Story of New Bengali Movie Durgeshgorer Guptodhon

সুবর্ণ সেন বহুদিন বিদেশে ছিলেন, দেশের ফিরলেন ইতিহাসে প্রফেসর হয়ে। তিনি পেশায় একজন ইতিহাসের শিক্ষক, তিনি কলেজে ইতিহাস পরান।

তিনি রহস্য উদ্ধার করতে ভালো বাসেন। তবে কোনো ডিটেকটিভ না গল্পের প্রথম থেকেই তিনি সেটা বলে আসছেন। আর তার দুই সাগরেদ হচ্ছে আবির আর ঝিনুক।

তবে গুপ্তধনের সন্ধানে থেকে দুর্গেশগড়ের গুপ্তধন গল্পটা সম্পূর্ণই আলাদা। গল্পটা শুরু একটি খোচর চুরি নিয়ে। বহু মূলবান খোচোর কোনো রাজ বংশের হবে। 

এই খোচোর বলতে এক ধরনের ছুরি কথা বলা হয়েছে ।একটা অন্য রকম একটু পুরনো দিনের রাজা জমিদার দের বাবহিত অস্ত্র ।এখন সেটি মূলবান সম্পদ পরিণত হয়ছে।

খোচোর টি চুরি হয়ে যায় প্রথমে। চরের কাছ থেকে পুলিশ উদ্ধার করে।পুলিশ বাবু আবার সেটি সুবর্ণ সেন কে দেখিয়ে ছিল ।

কিন্তু হঠাৎ করেই পুলিশ হেফাজত থেকে পাল্টে যায় সেই বহু মূলবান খোচোর। কিন্তু সেটা পুলিস বুঝতেই পারেনি কারণ ,একি রকম নকল খোচর রাখা ছিল।কিন্তু সেটি যে নকল খোচর সেটা ধরে ফেলে সুবর্ণ সেন।

Durgeshgorer Guptodhon Bengali Full Movie

সুবর্ণ সেন এই খোচোর ব্যাপারে জানতে পারেন এই খোচোর আসলে কাদের ছিল? কিছু চিন্তা ভাবনার পর তার মনে পড়ে যে এইটি বনপুকুরিয়া জমিদারবাড়ির খচর। 

কারণ তিনি তার এক কলেজের ছাত্রের সূত্র ধরে এই  বনপুকুরিয়া গ্রামে দুর্গা পূজায় যাওয়ার আমন্ত্রণ পায়ে ।সেই সঙ্গে তার ছাত্র কাছে তাদের এই পারিবারিক খোচোর চুরি কথাও শনে।

সেই ছাত্র ছিলেন ওই বনপুকুরিয়া জমিদারবাড়ির দুর্গাবতী দেব রায় পরিবারের একজন। সুবর্ণ সেন বনপুকুরিয়া গ্রামে যান। আর সঙ্গে নেন আবির ও ঝিনুক কে।

এরপর তিনি বনপুকুরিয়ায় পৌঁছায়। সেই বাড়ির পরিবারের তিন ছেলে সঙ্গে তার পরিচয় হয়। আর যেহেতু দুর্গা পূজায় তাদের ওখানে গিয়েছিল। দূর্গা পূজার আয়োজন সমস্ত কিছু তারা খুব লক্ষ্য করলেন এর সঙ্গে সপ্তমীর কলাবউ স্নান করার গান ও অনুষ্ঠানেও তারা যোগ দিলো।

আরও পুজো পাবনের যে গানগুলি তার মধ্যেই লুকিয়ে ছিল তাদের গুপ্তধনের রহস্য সেই রহস্য ধরেই তার সন্ধান মালালো ধাঁধার।

Read More:......

এর পরই  আবির পরিবারের পুরানো সেই শঙ্খ টি গভীর জলে নেবে উদ্ধার করেন ।গুপ্তধনের সন্ধান রহস্যও এর পর থেকেই শুরু হয় । তার পরে তারা ভাঙ্গা ওই দুর্গের কাছে  যায় এবং আস্তে আস্তে সমস্ত রহস্যের উন্মোচন হয় ।

এবং শুধু গুপ্তধন পাবার জোয় নয় এই জয়ের পাশাপাশি ছিল লোভ হিংসা ও প্রমাণ লোপাটের গল্প।দুর্দান্ত রহসেও, গুপ্তধন হদিস ও ধাঁধা উদ্ধার সবটাই অসাধারন। 

Director Dhrubo Banerjee's Movie Durgeshgorer Guptodhon

পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় এর এক অসাধারণ রহস্যময় সিনেমা দুর্গেশগড়ের গুপ্তধন। সিনেমা টির মধ্যে দিয়ে তুলে ধরেছেন 1757 খ্রিস্টাব্দ এর ইতিহাস। রাজা কৃষ্ণচন্দ্র সময়কার ইতিহাসকে তিনি ঘেঁটে বের করেছেন ।

গুপ্তধনের রহস্য, তিনি দুর্গাপুজোর প্রতিটি নিয়মের মধ্যে বেঁধেছেন। মা দুর্গার বোধন থেকে শুরু করে বিসর্জন ও দূর্গামূর্তি মধ্যেই বিষয়টি লুকিয়ে রেখেছেন গুপ্তধনের রহস্যের বেড়াজাল।অসাধারণভাবে প্রতিফলিত হয়েছে।

দেখিয়েছেন নিজেদের লোক কিভাবে  হিংসায় জড়িয়ে গিয়ে নিজেদের আত্মীয়দের ক্ষতি করার চেষ্টায় নিমজ্জিত হয়ে যায়। লোভ হিংসা মানুষকে কতটা নিচে নামাতে পারে সেই বিষয়টি তিনি পরিলক্ষিত করেছেন।

New Bengali movie Durgeshgorer Guptodhon Actor and Actress

আবির চট্টোপাধ্যায় অভিনয় নিয়ে কিছু বলার নাই এই ডিটেক্টিভ চরিত গুলো তার মধ্যে বেশ ভালো করে ফুটে ওঠে। 

অর্জুন চক্রবর্তী, ইশা সাহা অভিনয় দুর্দান্ত হয়েছে একদিকে যেমন ডিটেকটিভের অন্যকে জানান রোমান্টিক প্রেম অসাধারন লেগেছে। 

পিসিমা চরিত্রে লিলি চক্রবর্তীর অভিনয় খুব সুন্দর ফটো উঠেছে। বাকিদের অভিনয় যথেষ্ট ভালো ছিল।

Durgeshgorer Guptodhon Songs

Song Title Singer Name Lyrics Writer
"History Rap Vol. 2" Bickram Ghosh Shubhendu Das Munshi
"Maa Go Tui" Manomay Bhattacharyya, Somchanda Bhattacharya Shubhendu Das Munshi
"Doob De Re Mon" Nirmalya Roy Shubhendu Das Munshi
"Kolabou Gaan" Nirmalya Roy Shubhendu Das Munshi
"Dakkhinar Dakhina Pete" Nirmalya Roy Shubhendu Das Munshi
"Durgeshgorer Mashup" Nirmalya Roy, Iman Chakraborty Shubhendu Das Munshi
"Durga Durgotinashini" Nirmalya Roy, Iman Chakraborty Shubhendu Das Munshi

চারিদিকে গুপ্তধনের রহস্য। পুরনো দুর্গে গুপ্তধনের পাওয়া এবং দুর্গাপুজোর নিয়মের মধ্য দিয়ে ধাঁধা সমস্ত কিছুকে ফুটিয়ে ছেন।এবং সমস্ত কিছু টা দুর্গাপূজা কে কেন্দ্র করে  অসাধারণ চিত্র পরিচালক অঙ্কন করেছে।এই আস্তে আস্তে খুলবে দুর্গেশ  গরের গুপ্ত ধোনের গল্পের জট।

 অতভূত বিষয় হল প্রথম থেকে যাকে আমরা ভিলেন বলে ভাবছিলাম আসলে সেটা হয়েগেলো  উল্টো। লাস্টে ভিলেন হিসেবে ধরা পড়লেই ভালো মানুষের মুখোশ পড়া লোকটি।

এখানে শুধু গুপ্তধন পাওয়ার আশা নাই মানুষের লোভ হিংসা এবং নিজেদের লোককে কিভাবে হিংসার কারণে নিজেদের ক্ষতির জন্য উঠেপড়ে লাগে সেই সমস্ত দৃশ্যকে তুলে ধরেছেন পরিচালক।

Bengali Movie Durgeshgorer Guptodhon Cast

 • Actor:- Abir Chatterjee(as Sona Da/ Subarno Sen), Arjun Chakraborty, (as Abir) Ishaa Saha (as Jhinuk), Anindya Chatterjee(as Pinakpani Deb Roy), Kharaj Mukherjee(as Aparup Chandra), Aryann Bhowmik(as Dumble), Lily Chakraborty(as Pishima), Debjani Chatterjee(as Moni Boudi), Arindam Sil(as Subir), Kamaleshwar Mukherjee(as Akhilesh) 
 • Director:- Dhrubo Banerjee
 • Writer:- Dialogue Writer
 • Musician:- Bickram Ghosh

New Bengali Movie Burgeshgorer Guptodhon trailer

Disclaimer
The reviews of all the Bangla movies that we share on this website are for the sole purpose of helping people. We do not provide Bangla movie files through our website. If you still have any problems, please contact us. We will delete this content immediately./এই ওয়েবসাইটে আমরা যে সকল বাংলা মুভি এর রিভিউ শেয়ার করি তা শুধুমাত্র এবং শুধুমাত্র মানুষকে সাহায্য করার উদ্দেশ্যে করা হয়। আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে বাংলা মুভি এর ফাইল দেয়া হয় না। যদি এখনও আপনার কোন সমস্যা থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা অবিলম্বে এই বিষয়বস্তু মুছে ফেলব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ